এসেছো, এলেকি তুমি?
কি ভীষণ দেখতে ইচ্ছে হচ্ছিল তোমায়,
সেই কতো যুগ যুগ ধরে...
এই শুনছো?
পর্দাটা কিছুতেই সরাতে পারছিনা,
একটু বাতাস এসে কি পারেনা সরিয়ে দিতে!
সরায় হয়তো তুমিই দেখোনা!
একি! চলে যাচ্ছো তুমি!?
এইযে, এইখানে...
এইদিকে; তোমার পেছন পানে একটু তাকাও,
একটু ;.....
....তবে কি ফিরেই যাচ্ছো তুমি?
....নাকি আসোনি ফিরেই আর,
সবি কি আমার দেখার ভুল, কিংবা বোঝার,,,!?
আমিযে তোমার অপেক্ষায় থেকে থেকে,
প্রতীক্ষায় ছিলাম অবনত ;
ঠিক আসবে তুমি,
ঠিক আসবে তুমি.... বলবে,
"এইযে দেখো এসেছি আমি,
একটু দেরী হলো বলে রাগ করোনা লক্ষীটি! জানোইতো; এখানে সময়ের কতো দাম!
তারমাঝে ট্রাফিকজ্যাম, মিটিং, মিছিল, অযাচিত গোলাগুলি, বাড়তি বাজারের দাম, আর
নিরাপদে রাখার ঘর সম্মান,
সব কিছু সামলে কি আসাটা সহজ ছিল আমার!?"
শুধু একটু এলেই বুঝি এখনো তোমার সম্মানে বাজে!... আমিতো এখন....
"না না তা কেন?" বলবে তুমি;
বলবে..."পাগলি আমার;...
আসলে ঠিকানাটাই যে হারিয়ে ফেলেছিলামরে!"
হাসবো আমি, বলবো, "আমি জানতাম।"
"হুম, তুমিইতো জানবে,
সেই কবে, তুমি লিখে পাঠিয়েছিলে,
পথের বাঁকে থাকবে তুমি, তাও..." বলতে বলতেই
থেমে যাবে তুমি; হারিয়ে যাবে ভাবনায়...
তারপর হঠাৎই অতি উচ্ছ্বাসে বলে উঠবে
'তাও এসেছি দেখো ঠিক;
না তোমার কথা রাখতে নয়,
অভিমান ভাঙাতেও নয়,
শুধুই আমার জন্য।
আমিতো জানি নশ্বর পৃথিবীতে এই একটু খানি স্থান, যা অনন্তকাল ধরে তোমার আমার।
যেখানে আমার পার্থিব সব আকাঙ্ক্ষার
শেষ তুমি প্রার্থনা হয়ে আছো।"
এই, এই, তুমি কি ফিরেই গেলে!
আমার ভাবনার মাঝে তোমায় হারালাম?
জানতেও পারলেনা, এই চৌরাস্তার ধারে,
কতো যুগ যুগ ধরে আছি, থাকবো
তোমার সবটুকু পাবার আশায়,!
যাও, নিরাপদে থেকো,... নিবিড় মমতায়।
আবার কখনো যদি...আসো এই পথে,
ক্ষনিক ভুলে হলেও তাকিও;
তোমায় কি ভীষণ দেখতে ইচ্ছে করেগো...
অ-নে-ক!
দেখতে ইচ্ছে করে!
শুধুই দেখতে।।
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
প্রেমই সেই শর্ত বিহীন স্বর্গ
জন্ম জম্মান্তরের নিষ্পাপ অর্ঘ্য।
২৪ সেপ্টেম্বর - ২০১৯
গল্প/কবিতা:
৫ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
-
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
তৃতীয় পুরস্কার সনদপত্র।
আগামী সংখ্যার বিষয়
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪